বগুড়ায় করোনায় একদিনে শনাক্ত ৩৩, মৃত্যু ৩

286

স্টাফ রিপোর্টার

বগুড়ায় ১৯৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক নারীসহ তিন জন ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন। গতকালের করোনার পরিসংখ্যান আজ জানান তিনি।

ডা. তুহীন জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিন জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে মতিউর রহমান (৬৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। শামছুল আলম ও সুলতানা (৬৭) নামে দুজন টিএমএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ২৯জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনা ৪ জন করোনায় শনাক্ত হন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর ২৮, গাবতলী ২, আদমদিঘী ২ এবং একজন কাহালুর বাসিন্দা।

এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭০৬ জন এবং সুস্থতার সংখ্যা ৭ হাজার ৯৫১ জন। এছাড়া নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা ২০৬। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৪৯জন।