বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপুর মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

210

রাশেদুল ইসলাম রাশেদ – বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণ বানিয়াপাড়া এলাকায় প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে স্থানীয় মহিলাদের আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জনাব মোঃ টিপু সুলতান টিপু (বি এ এল এল বি “শিক্ষানবিশ আইনজীবী”জজকোট) বগুড়া। বর্তমান সভাপতি ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ পৌর শাখা, বগুড়া।

প্রধান অতিথির বক্তব্যের কালে তিনি বলেন….
বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
বর্তমান সরকার নারী বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার সময়ে দেশে বিধবা, স্বামীপরিত্যাক্তা, অসহায় নারীদের জন্য ভাতা ও প্রতিবন্ধদের জন্য ভার ব্যবস্থা করেছে। আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। আমরা সেই রাজনৈতিক দলের একজন ক্ষুদ্র কর্মী মাত্র। আমরা শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। তাই আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন……
দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের ভালোবাসা ও মূল্যবান রায়ে আগামী পৌর নির্বাচনে জয়ী হয়ে অবহেলিত ১৮নং ওয়ার্ডের উন্নয়নের পাশা পাশি মাদক মুক্ত যুবসমাজ গড়ে তুলবো। দল-মত নির্বিশেষে সকলের মতামতের ভিত্তিতে এলাকার দূষণ মুক্ত পরিবেশ রাস্তাঘাট-কালভার্ট নির্মাণ ড্রেনিং ব্যবস্থা বৈদ্যুতিক সমস্যার উন্নতি করণ সহ গরীব অসহায় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠুভাবে মাতৃকালীন ভাতা.বয়স্ক ভাতা. বিধবা ভাতা. প্রতিবন্ধী ভাতা.সঠিকভাবে আমার ওয়ার্ডবাসী মা-বোন ভাইদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করবো। এজন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মোঃ এনামুল হক (পাভেল) অত্র ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ শাকিল, মায়েয়া রানী দাস, বিনা, কিয়া সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।।