বগুড়ার ধুনটে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

259

এম.এ রাশেদ

বগুড়ার ধুনটে ইসলামপুর মানব কল্যাণ সংস্থা উদ্যেগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঈশ্বরঘাট জামে মসজিদের পেশ ইমাম আলমগীর হোসেনের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন অত্র সংগঠনের সভাপতি ওমর ফারুক নয়ন।

ইসলামপুর মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা কাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হারেজ আলী আকন্দের পক্ষে নাসিম বাবু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহজাজান আলী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ অর্থ সম্পাদক আশিকুর রহমান, অফিস সম্পাদক ফজলে রাব্বী, সহ অফিস সম্পাদক সাইদুর রহমান অনিক, সমাজ কল্যান সম্পাদক ফিরোজুল ইসলাম, সোহেল রানা ও বাক্কার মিঞা। এসময় উপস্থিত ছিলেন সদস্য শাহ আলম, আশেক মিয়া, সুজন মিয়া প্রমুখ।