বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত

134

বগুড়া (সদর) প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই আমরা তৃর্ণমুলে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করি। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোটের অধিকার হরন করে এ সরকার দিনের ভোট রাতে করে। অবৈধ এ সরকারের কোন ভিত্তি নেই। আর বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তৃণমুলে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সম্মেলন করে নেতা নির্বাচন করা হচ্ছে। নতুন নেতৃত্ব আগামীদিনের আন্দলোন বেগবান করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর একবার যুদ্ধ করতে হবে। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের মুক্তির আন্দোলনে আজকের এই নতুন নেতৃত্ব অগ্রনী ভুমিকা পালন করবে। দেশে একের পর এক খুন, ধর্ষন, রাহাজানী চলছে সরকার কিছুই করতে পারছে না। কারন জনগণ সরকারের পাশের্^ নেই। আগামী যেকোন সরকার বিরোধী আন্দোলনে সকলে কাধে কাধ মিলিয়ে এক হয়ে রাজপথে নামতে হবে। জনবিচ্ছিন্ন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা। গতকাল শুক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে শাখারিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক ছামছুল আলম মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাসান জাহিদ হেলালের এর পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. সোলায়মান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম,যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, একেএম খায়রুল বাসার, সহীদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মহিলাদলের সভানেত্রী নাজমা আক্তার। জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের যগ্ম আহবায়ক সরকার মুকুল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক রিগেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মী। উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে ছামছুল আলম মন্ডল, সাধারন সম্পাদক হাসান জাহিদ হেলাল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার।