‘সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত চলছে’

205

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

যারা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে এবং বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি; যারা ৭১ সালে নারী ও শিশু হত্যা করেছে এবং এ দেশের সম্পত্তি লুণ্ঠন করেছে; তারাই ভাস্কর্যের বিরোধিতার নামে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত করছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরাম (বিএসএএফ) আয়োজিত এক পথসভায় বক্তারা এসব কথা বলেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ের হোটেল তাজসহ ১১টি স্থানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ও বিশ্বব্যাপী সব জঙ্গি হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। পথসভা শেষে একটি মৌন মিছিল বের করা হয়।