সোনাতলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি সাহাদারা মান্নান

252

রিমন আহম্মেদ বিকাশঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষে সারা দেশের ন্যয় বগুড়ার সোনাতলায় যাদের জমি আছে ঘর নেই এমনকি যাদের জমি ও ঘর কিছুই নেই,এ রকম ১২৫টি পরিবারকে পুর্নবাসনের লক্ষে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল শুক্রবার সকালে উপজেলার শিচারপাড়া গুচ্ছগ্রামে ২০টি পরিবারের জন্য দুর্যোগ সহনীয় ঘরের নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন,উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মাসরুবা আলম,আওয়ামী লীগ নেতা মানিক সরকার,প্রভাষক রেজাউল করিম রেজা,যুবলীগ নেতা নাহিদ হাসান জিতু,ছাত্রলীগ নেতা শওকত হোসাইন নয়ন ও অমিত কুমার গুপ্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি সোনাতলা সদর ও মধুপুর ইউনিয়নের ৪টি সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন।