বগুড়া এক্সপ্রেস ডেস্ক
স্থানীয় এক ব্যক্তির সঙ্গে মারামারি করার কারণে মালয়েশিয়া পুলিশ এক বাংলাদেশিকে খুঁজছে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে এগারটার দিকে জালান তেব্রাউ’তে মালয়েশিয়ার ৩৯ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন ওই বাংলাদেশি যুবক। তার বয়স ৩০ এর কোটায়। সংঘর্ষে তিনি লোহার রড সদৃশ কিছু দিয়ে ওই মালয়েশিয়ানকে আঘাত করেন। এতে আহত মালয়েশিয় ওই ব্যক্তিকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। তবে মারামারির এই দৃশ্য সম্বলিত ভিডিও কে বা কারা ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে গেছে। ফলে সন্দেহভাজন ওই বাংলাদেশি সম্পর্কে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।