পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে রাজশাহী কলেজের চার রোভার স্কাউট

200

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে চার রোভার স্কাউট। বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভার-এর রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের চার ‘ রোভার স্কাউট’ গত ২৫ নভেম্বর (বুধবার) রাজশাহী সরকারি কলেজ থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে তারা ৩য় দিনে বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ এবং মোহাম্মদ এমদাদুল হক, সম্পাদক,বগুড়া জেলা রোভার, ফজলে রাব্বি – এলটি, আব্দুল ওয়াহেদ – এলটি, নিলুফা ইয়াসমিন – এলটি মহোদয়সহ মো শামিমুল ইসলাম, সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বগুড়া জেলা রোভারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ স্কাউটস, রোভার শাখার সর্বোচ্চ (প্রেসিডেন্ট রোভার স্কাউট) অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে রোভার প্রোগ্রাম অনুযায়ী পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য রাজশাহী কলেজের চারজন রোভার স্কাউট চারটি জনসচেতনতামূলক প্রচারণা প্রতিপাদ্য ” কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলি, মাদককে না বলি, দূর্নীতিকে না বলি, গাছ লাগান পরিবেশ বাঁচান” স্লোগান নিয়ে পায়ে হেঁটে তারা এই পথ পরিভ্রমণ করছে। রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের এই সদস্যরা হলেন রোভার মোঃ মুস্তাকিন রহমান, রোভার মোঃ আব্দুল হাদি শেখ, রোভার মোঃ রানা হামিদ এবং রোভার শাহীনুর আলম।