বগুড়ায় করোনায় আক্রান্ত ৪২ সুস্থ ২২জন

116

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনার ফলাফলে নতুন করে ৪২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৪২জনের মধ্যে সদরের ৩৩জন, শেরপুর ৪, ধুনট ২, সোনাতলা, নন্দীগ্রাম ও গাবতলী একজন করে।
শনিবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৬ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৩৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১২টি নমুনায় ৬জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৭৬৫জন এবং সুস্থতার সংখ্যা ৮ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২০৭জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৫৫জন।