বর্তমান সরকার মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি চালু করেছে-সাহাদারা মান্নান এমপি

143

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি চালু করে দেশে শিক্ষার হার বৃদ্ধি করেছে। এছাড়াও সরকার শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে প্রাথমিক স্তরে মিড ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই সরকার এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষার ব্যবস্থা চালু রেখেছে।
তিনি ২৮ নভেম্বর বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের কোন সরকার মাধ্যমিক স্তরে বিনামূল্য পাঠ্যপুস্তক দিতে পারেনি। আর বর্তমান সরকার শিক্ষাবর্ষের প্রথম দিবসেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিচ্ছে। মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি দিচ্ছে। দেশে নারী শিক্ষার হার বাড়াতে মেয়েদের ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, রবিউল ইসলাম মান্নু, শ্রী চঞ্চল চন্দ্র রায়, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুল ইসলাম শিপলু প্রমুখ।
এরপর তিনি অত্র বিদ্যালয়ের স্বর্গীয় শিক্ষক বিজেন্দ্র নাথ রায়ের স্ত্রীর শিউলী রায়ের হাতে নগদ ২০ হাজার টাকার অনুদান তুলে দেন। অপরদিকে নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে আব্দুল মান্নান একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ দিল আফরুজা খানম, সারিয়াকান্দি পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ জাহিদুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু, নারচী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বান্টু, নারচী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান উল্লাহ বাদশাহ, বাবলু তরফদার প্রমুখ।