আদমদীঘিতে স্ত্রীর তালাকে স্বামীর আত্মহত্যা

164

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীয় দেয়া তালাকে আব্দুস সবুর তালুকদার (৪২) নামের এক ব্যক্তি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সালগ্রামে নিজ শয়ন ঘরে তিনি আত্মহত্যা করেন।

নিহত আব্দুস সবুর তালুকদার ওই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। এই ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদিঘীর সালগ্রামের আব্দুস সবুর তালুকদার তিন সন্তানের জনক। সম্প্রতি তিনি বিদেশ থেকে ফিরে আসার পর তার স্ত্রী রোজ বেগমের সাথে মনোমালিন্য হয়। এক পর্যায়ে প্রায় ৫ মাস আগে তিন সন্তান রেখে অন্যত্র বিয়ে করে তার স্ত্রী। কয়েক দিন আগে আব্দুস সবুর তালুকদার তার স্ত্রীর দেয়া তালাকনামা হাতে পান। স্ত্রীর তালাকনামা পেয়ে অভিমানে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সে নিজ শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দুপুরে আদমদীঘি সার্কেলের সিনিয়র এএসপি কেএইচএম এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।