আফগানিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ২৬

231

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৬ নিরাপত্তারক্ষী। কয়েক মাসের মধ্যে রোববারের এ হামলা ছিল ভয়াবহ বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের কাছেই এ ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে নিয়মিত তালেবান যোদ্ধা ও সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে সরকারের সঙ্গে তালেবানদের লড়াই চলছে। এ সময়ে সেখানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ এই যুদ্ধের ইতি ঘটাতে উভয় পক্ষই শান্তি আলোচনায় যুক্ত হয়েছে। গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেছেন, আমরা ২৬টি মৃতদেহ পেয়েছি।

আরো আক্রান্ত হয়েছে ১৭ জন। হতাহতদের সবাই নিরাপত্তারক্ষী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, আত্মঘাতী হামলাকারীরা একটি গাড়িতে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে। এ হামলার দায় কেউ স্বীকার করেনি।