চারদিনে দুই কোটি

119

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। গত মাসেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন এ নায়িকা। আর সুস্থ হয়েই আবারো শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ‘বাহুবলি’খ্যাত এ নায়িকা। এদিকে প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তামান্না। ‘ইলেভেন্থ আওয়ার’- নামের এই ওয়েব সিরিজের জন্য প্রায় দুই কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি, যা কিনা একটি রেকর্ড। ‘আহা’- ডিজিটাল প্ল্যাটফরমে ‘ইলেভেন্থ আওয়ার’- মুক্তি পাবে। ইতিমধ্যে এটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতারা।

উপেন্দ্র নাম্বুরির ‘এইট আওয়ার’- উপন্যাস অবলম্বনে এটি তৈরি হচ্ছে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন প্রবীণ সাত্তারু। ‘ইলেভেন্থ আওয়ার’ তামান্নার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এদিকে ওয়েব সিরিজে দুই কোটি নেয়ার খবরে তামান্না ভক্তরা একদিকে যেমন বিস্মিত হয়েছেন, অন্যদিকে সাধুবাদ জানিয়েছেন নায়িকাকে। জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝিতে চারদিন এই ওয়েব সিরিজের শুটিংয়ের ডেট দিয়েছেন তিনি। আর তার জন্যই দুই কোটি টাকা হাঁকাচ্ছেন তামান্না। এদিকে এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘বোলে চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এ ছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।