বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩৬,মৃত্যু ১,সুস্থ ৪৮

192

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৫টি নমুনার ফলাফলে নতুন করে ৩৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৮দশমিক ৪৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৮জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম সাইফুল ইসলাম(৬৪)।তিনি শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবারে শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে সদর ২৭, গাবতলী ৩, কাহালু ৩,  শাজাহানপুর ২ এবং  বাকি একজন শেরপুরের।

রোববার দুপুুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২৮ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৩৪জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭টি নমুনা ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৮০১জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৫১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২০৮জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৪২জন।