সারিয়াকান্দিতে বিনামূল্যে কৃষকের মাঝে আলু বীজ বিতরণ

145

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ কৃষিগ বেষণা ইনস্টিটিউট কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে আলু বীজ বিতরণকরা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২শ’ কৃষককের মাঝে বীজ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত বীজ বিতরণের উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন-সারিয়াকান্দি
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, চালুয়াবাড়ী ইউপি
চেয়ারম্যান মোঃ শওকত আলী,উপজেলা দপ্তর সম্পাদক রেজাউল করিমসহ কৃষি উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা কুদরত আলী।

বার্তা প্রেরকঃ
পাভেল মিয়া/সারিয়াকান্দি,বগুড়া।
০১৭৫৭-৫৩১২৩৫
২৮ নভেম্বর /২০ইং