বগুড়ায় ১০৩ নমুনায় শনাক্ত ১৫, মৃত্যু ৩

213

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১০৩ নমুনা পরীক্ষায় ১৫ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন তিন জন।

সোমবার (৩০ নভেম্বর) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন এ কথা জানিয়েছেন। গতকালের পরিসংখ্যান আজ জানান তিনি।

বগুড়ায় গতকাল তিনজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান, করোনায় আক্রান্ত হয়ে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কালপানি গ্রামের নজরুল ইসলাম (৬৭), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের আলাউদ্দিন সরকার (৭৮) ও একই উপজেলার দেবুগ্রামের মালেকা বেগম (৭৫) মারা গেছেন। ২৯ নভেম্বর বিকেল থেকে রাতের তাদের মৃত্যু হয়।

এছাড়া একই হাসপাতালে সিরাজগঞ্জের মুজিব সড়কের বাসিন্দা প্রকাশ (৭০) রোববার রাত ১১টা ২০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনায় ১২ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৯ টি নমুনা ৩ জনের পজিটিভ এসেছে।

আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১৪ এবং শিবগঞ্জ উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৮১৬ এবং মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৩ জন।

এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৫৩২ জন। গতকাল তিন জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যুসংখ্যা ৮১১ জন হয়েছে বলে জানান ডা. তুহীন।