দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি এসএম আসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়। গত ৩০নভেম্বর সোমবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাছিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আসলাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।