বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১জন

141

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় আব্দুল আহাদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়।

এসময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় পৌর এলাকার নামুইট গ্রামের রায়হান আলীর ছেলে আব্দুল আহাদ গত ২৮ নভেম্বর রবিবার সকাল ৯ টার দিকে ওই এলাকার ঢাকইর গ্রামের নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণ করে। এরপর ওই স্কুলছাত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবারের লোকজন।

সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকারের নির্দেশনায় এসআই রুবেল মিয়া ও এসআই আবুল কালাম আজাদ তাদের টিম নিয়ে আব্দুল আহাদ কে গ্রেপ্তার করে। এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান।

এঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ আব্দুল আহাদ কে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।।