আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়ার পর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের গোলাম রাব্বানী (২৫) ও সাগরপুর গ্রামের আসাদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌরশহরের সাইলো সড়কে সোমবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে রাব্বানী ও আসাদুলকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনকে হাতকড়া পরিয়ে থানায় নেয়ার সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টাও করেছিলেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যামে জেল হাজতে পাঠানো হয়েছে।