বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ২৬, সুস্থ ১৭

212

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০১টি নমুনার ফলাফলে নতুন করে ২৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১২দশমিক ৯৩শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২৬জনের মধ্যে সদরের ২০জন, শেরপুর ৪জন, ধুনট  এবং  দুুুুুপচাঁচিয়া একজন করে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান,  ৩০ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনায় ২৪জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১২টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৮৪২জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৯০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১১জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৪১জন।