শিবগঞ্জে নিসচা’র গৌরবময় ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

121

রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই ( নিসচার) গৌরবময় ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১লা ডিসেম্বর নিরাপদ সড়ক চাই এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বগুড়ার মহাস্থানে করোনা’র সংক্রমণরোধে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা শাখার আহবায়ক রশিদুর রহমান রানার সভাপতিত্বে মহাস্থান সবজিরহাটে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, চালক, পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। মাস্ক ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শিবগঞ্জ উপজেলা যুবসংহতির আহবায়ক ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হুসাইন শরীফ সঞ্চয় , নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলিম, নিসচা বগুড়া জেলার শাখার প্রচার সম্পাদক গোলাম রব্বানী শিপন, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক মাষ্টার রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, বায়োজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি অানিছুর রহমান মিটু, সাংবাদিক মিন্টু খান। মাস্ক ও লিফলেট বিতরন শেষে মহাস্থান মনিং সান কেজি স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।