বগুড়ার গাবতলীতে আওয়ামীলীগের সভায় ছাত্রলীগ নেতার হামলাঃ বিচার দাবীতে সংবাদ সম্মেলন

212

স্টাফ রিপোর্টার

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় হামলা ও মারপিটের ঘটনায় নেতৃত্বদানকারী বগুড়া জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল সহ তার সহযোগিদের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামীলীগ।

২ ডিসেম্বর বুধবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক

মোঃ মজিবুর রহমান (আলতাফ ) বলেন, গত ২১ নভেম্বর সন্ধা ৬টায়
সোনারায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালে জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক জিহাদ
আল হাসান জুয়েল এর নেতৃত্বে ২০-৩০জন ব্যক্তি রড, চাইনিজ কুড়াল,রামদা সহ দেশীয় বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
তারা আমার গলাটিপে কিল ঘুষি মেরে হত্যা চেষ্টা করে। এতে সভা পন্ড হয়ে যায়। এ ঘটনায় গাবতলী থানায় অভিযোগ দেয়া হলেও তা রেকর্ড করা হয়নি এবং কোন পদক্ষেপ নেয়া হয়নি। থানার ওসি বলেছেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তাই ঘটনাটি তদন্তসাপেক্ষে সাংগাঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষন করেন আলতাফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সহসভাপতি জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান , শ্রমিকলীগ
নেতা ফজলুর রহমান প্রমুখ।