শিবগঞ্জে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৮

246

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন বুধবার বিকালে বেড়পাতাইর সরকারি বিদ্যালয় অনুষ্ঠিত হওয়ার সময় মাঠে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মারপিটে উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সদস্য মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জগলুল হুদা কাজল, ইউপি সদস্য শাহজাহান সাজু, মোস্তাফিজুর রহমান মোস্তা, হুমায়ন কবীর পলাশ, আরিফ, কালামসহ ১০জন আহত হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক বলেন, বহিরাগত সন্ত্রাসীরা সম্মেলনস্থলে উপস্থিত হওয়ার কারণে সম্মেলন ভন্ডুল হয়ে যায়। জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে কিচক ইউনিয়নের কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এব্যাপারে কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্তক্রমে কিচক ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার জন্য চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা দেওয়ার পূর্বেই হট্টগোল সৃষ্টি হলে সম্মেলন ভন্ডুল হয়ে যায়। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।