বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

252

Mamun-03-12-

বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের কলোনী প্রীতি প্রাইমারি স্কুলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বর্ষপূতির কেক কাটা হয়। এরপর একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ট্রাক মালিক সমতিরি সভাপতি ও সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

সংগঠনের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রনজু ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, আবেদ আলী, আজিজার রহমান দুলাল।

কবি ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জামিউল হাসান রুপন, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন, প্রচার সম্পাদক ফিরোজ সরদার, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ সোহেল আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, মামুনুর রশিদ মামুন, হাসান আলী, শাজাহান আলী, আব্দুস সালাম, নুরুল ইসলাম নুরু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক আরজু, দুলাল মিয়া, সুচন্দন সরকার চন্দন, মতিউর রহমান মতি প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এরপর শপথ বাক্য পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধন তৌফিক হাসান ময়না। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।