পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত হওয়ায় তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় শ্রমিকলীগ সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুখু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, সাধারন সম্পাদক আহসান হাবিব বিপ্লব, উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক সৌকত মাহমুদ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সারিয়াকান্দি বাজার জামে মসজিদের পেস ইমাম ক্বারী মাও মোঃ ফজলে রাব্বী।
বার্তা প্রেরক:
পাভেল মিয়া/সারিয়াকান্দি,বগুড়া।
০১৭৫৭-৫৩১২৩৫
৩ ডিসেম্বর ২০ ইং