শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার গাংনাই নদীর উপর স্বপ্নের সেতু ভিত্তি প্রস্থর স্থাপন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ উপলক্ষে মেয়র তৌহিদুর রহমান মানিক এর আয়োজনে বুধবার সন্ধ্যায় এক বিশাল আনন্দ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান মোস্তা, যুগ্ম সম্পাদক হাবিবুল আলম মাস্টার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, রেজাউল করিম চঞ্চল, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধাণ সম্পাদক কৃষিবীদ শাহীনুর আলম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক রিজ্জাকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহেন শাহ মন্ডল, আওয়ামী রিক্সা শ্রমিক লীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল প্রমুখ।