গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে প্রস্তুত থাকতে হবে ………..মামুন হাসান

117

এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামের জন্য যুবদলকে প্রস্তত থাকতে হবে, বিনা ভোটের সরকারকে উৎখাত করতে

যুবদলকে সবসময় প্রস্তত থাকতে হবে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদলের উদ্দোগে শহর শাখার কর্মি সভায় প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-জয়পুরহাট জেলা দ্বায়িত্বপ্রাপ্ত নেতা মামুন হাসান উপরোক্ত কথাগুলো বলেন। কর্মি সভায় তিনি আরোও বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারলেই আমরা তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারবো এর জন্য যেকোন লড়াই সংগ্রামে যুবদলকে রাজপথে থাকতে হবে।
জেলা যুবলের আহবায়ক খামেুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে ও যুগ্ন- আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মি সভায় বক্তব্য রাখেন যুবলের আহবায়ক কমিটির সদস্য ফারুকে আযম ,আতাউর রহমান শম্ভু, শাহনেওয়াজ সাজন, রাশেদুল
ইসলাম, শফিকুল ইসলাম শফিক, মোস্তাফা হানিফ সোহাগ, রেজাউল করিম লাবু, সাইফুল ইসলাম রনি, আহসান হাবিব মমি, আলি শাহরিয়ার গোর্কি,হারুনুর রশি সুজন,আমিনুর রহমান শাহিন, আনোয়ার হোসেন সান্টু, তাজমিনুল ইসলাম বিচিত্র, মাহমুুর রহমান প্রিন্স,এ্যাডঃ এনামুল হক পান্না,শরিফুল ইসলাম শামিম, ফিরোজ ওয়াহে,সুরুজ্জামান সুরুজ,সিরাজুল ইসলাম সিরাজ,ফরি আহম্মে মুন, সাহাাত হোসেন সোহাগ, জুম্মান শেখ,রাসেল কবির রাশেদ,মেহেদি হাসান নয়ন, রেজাউল করিম, রায়হান শরিফ মাসুম, জাহাঙ্গীর আলম
বিপুল প্রমূখ