বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ৫৯, মৃত্যু ১

108

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৩০১টি নমুনার ফলাফলে নতুন করে ৫৯জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৯দশমিক ৬০শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম(৫০)। তিনি শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। বুুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ৫৯ জনের মধ্যে সদর ৪৫, দুপচাাঁচিয়া ৩, কাহালু ৩, শাজাহানপুর ৪, শেরপুুর ২ এবং গাবতলী ২জন।
বৃহস্পতিবার দুপুুর দুইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৬টি নমুনায় ৫৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৫টি নমুনা ৬জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৯৩৩জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ১৩১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১২জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৪২জন।