ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে জরিমানা গুণতে হচ্ছে মেসিকে

242

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

জরিমানা গুণতে হবে, এটা জানাই ছিল। মেসি স্বয়ং নিজেও জানতেন। তারপরও শ্রদ্ধা জানাতে হবে বলে কথা, তাই পিছপা হননি বার্সা সুপারস্টার। দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে জার্সি খোলার কারণে জরিমানা দিতে হবে মেসিকে। তাও প্রায় ৬০০ ইউরো।

মেসির আর্থিক জরিমানার বিষয়টি স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন হাজার ইউরো।

ন্যু ক্যাম্পে গত রোববার লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করেন মেসি। গোলের পর জার্সি খুলে ফেলেন তিনি। পরনে ছিল পূর্বসুরি ম্যারাডোনার স্মরণে নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার এই দল থেকেই বার্সাায় যোগ দিয়েছিলেন মেসি। যে দলের হয়ে একসময় খেলেছিলেন ম্যারাডোনাও।

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ঘুমের ঘোরে মারা যান ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। এক দিন পর শুক্রবার ভোরে (বাংলাদেশ সময়) বাবা-মায়ের পাশে সমাহিত করা হয় আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে।