নন্দিগ্রামে অটো ভ্যানের চাপায় পড়ে শিশুর মৃত্যু

308

খায়রুল ইসলাম, নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধি :-

বগুড়া নন্দিগ্রামে অটো ভ্যানের চাপায় পড়ে শিশুর মৃত্যু। নিহত শিশু নন্দিগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ হাসান(৪)।

ঘটনাস্থলে জানা যায়, ০৪/১২/২০২০ ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জাহিদ হাসান নামের শিশুটি রাস্তার ওপার থেকে পার হচ্ছিল, ঠিক সে সময় ভরতেঁতুলিয়া গ্রামের মোছলিম উদ্দিনের ছেলে মজনু (৪০), ধানবোঝায় ব্যাটারিচালিত অটো ভ্যানের মুখোমুখি হলে, শিশুটি চাকার তলায় চাপা পড়ে, এবং ঘটনাস্থলে শিশু জাহিদ হাসান মারা যান।
এলাকাবাসী জানান,অটোভ্যান চালক মজনু তার অটোভ্যান রেখে পালিয়ে যায়।