ভাসুবিহার বন্ধন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

327

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জানা যায়, ৪ ডিসেম্বর (শুক্রবার) বিকালে বন্ধন যুব সংঘের উদ্যোগে ভাসুবিহার খেলার মাঠে স্বাস্থ বিধিমেনে মাদক, বাল্যবিবাহ রোধে সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিহার এম এ এম উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রুবেল আহম্মেদ। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ঠিকাদার ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মতিউর রহমান মতিন । বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি এল পাবলিক স্কুলের পরিচালক এ এন এম শাফিউজ্জামান কুইক। বিশেষ অথিতি হিসাবে ছিলেন আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিবলু, রুহুল, আমিন, মিনহাজ, পারভেজ, ইমরান, আমানুর, মেহেদী, মোহাইমিনু, পাপ্পু, আলি হাসান, সিহাব, মমিন তুহিন, রাসেল, মিনারুল। সার্বিক তত্বাবধায়নে শাহিন আলম সভাপতি বন্ধন যুব সংঘ, অনুষ্ঠান সঞ্চলনায় আতিক মাহমুদ সাধারণ সম্পাদক বন্ধন যুব সংঘ। আয়োজনে ভাসুবিহার বন্ধন যুব সংঘের সকল সদস্য বৃন্দু। ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশগ্রহনকারী দল উত্তোর পাড়া কিশোর যুব রাইজিং ক্লাব বনাম পারলক্ষী ক্রিকেট একাদশ। ৫ উইকেটে উত্তোর পাড়া কিশোর তরণ যুব রাইজিংক্লাব বিজয়ী হন। খেলা পরিচালনা করেন রাসেল মাহমুদ ও সোহাগ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি ছাগল পুরস্কার হিসাবে তুলে দেন।