বগুড়ায় ২০৭ নমুনায় শনাক্ত ২৮, সুস্থ ১৯

241

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৭টি নমুনার ফলাফলে নতুন করে ২৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৫২শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২৮জনের মধ্যে সদরের ২৭জন এবং বাকি একজন শিবগঞ্জের।

শুক্রবার বেলা পৌণে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৩ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনায় ২৪জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১২টি নমুনায় ৪জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৯৬১জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ১৫০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৯৯জন।