শুরু হলো জিরো-৫ জিরো-৭ ক্রিকেট টুনার্মেন্ট

250

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

‘স্টে টুগেদার’ স্লোগানকে বুকে ধারণ করে সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২০০৫ সালের এস এস সি পরীক্ষার্থী এবং ২০০৭ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যে ২০২০ সালের ১লা মে যাত্রা শুরু করে ব্যাচভিত্তিক ফেসবুক গ্রুপ জিরো-৫ জিরো-৭ (Zero5 Zero7)।

প্রতিষ্ঠাকালীন সময় থেকেই গ্রুপটি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সকল বন্ধুদের ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সেই ধারাবাহিকতায় আসছে বিজয় দিবস আজ থেকে শুরু হলো বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট।
এই টুর্নামেন্ট নিয়ে গ্রুপে এবং গ্রুপের বাইরে চলছে প্রচারণার ঝড়। খেলোয়াড় থেকে শুরু করে দলের পরিচালক, দলের ব্যবস্থাপক, সমর্থক প্রত্যেকের মধ্যে বইছে বিপুল প্রচারণার আমেজ আর নিজের পছন্দের টীমের শ্রেষ্ঠত্বের লড়াই।
৮টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আজ, ১১ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলাগুলো।
গ্রুপ পর্বে একেকটা দলের ৩টি করে খেলা হবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল আগামী ১৮ ডিসেম্বর, শুক্রবার খেলবে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫শে ডিসেম্বর।।