প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোট বগুড়া জেলা শাখার সিনিয়র সহঃসভাপতি লিবিয়া প্রবাসী শামীমা আক্তার (খুশি) দেশে প্রত্যাবর্তন করায় বোট বগুড়া জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন এবং অভিনন্দন জানান জেলা শাখার অন্যতম সহঃসভাপতি কাওসার আহমেদ এর নেতৃত্বে বগুড়া জেলা বোট।
এই সময় উপস্থিত ছিলেন
বোট বগুড়া জেলা শাখার সহঃসভাপতি তরিকুল ইসলাম(বাবু)
যুগ্ম সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রুমন
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল
দপ্তর সম্পাদক আনিসুর রহমান
ধর্মবিষয়ক সম্পাদক ইমানুর রহমান দুখু
যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রাসেল খান
উপ-মহিলা বিষয়ক আশা আক্তার সোনালী
আরো উপস্থিত ছিলেন শরিফুল, ছেলিম, লিয়া, প্রমুখ