মসজিদে ইবাদত করলে সব চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়—- উপজেলা চেয়ারম্যান সফিক

281

আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, বাড়ী তৈরির পূর্বে মসজিদ নির্মান করতে হবে।সে মসজিদে ইবাদত করতে হবে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদে ইবাদত করলে সব চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে উন্নয়ন করছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্ঠি করেছে। যার মধ্যে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়া হয়েছে।
তিনি শুক্রবার সকালে বগুড়া সদরের নওদাপাড়া পশ্চিমপাড়া হযরত খাব্বাব (রাঃ) জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি মাছুম হুদা ও সাধারণ সম্পাদক আয়ুব আলী, উপদেষ্ঠা আলহাজ্ব আব্দুস সামাদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টু,রওশন আলী, জাহিদুল ইসলাম বলটু,শ্যামুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম।