—————————————————————–
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আরাফাত মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক প্রভাষক রাসেল আহমেদ কনক। সঞ্চালন করেন সদর উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব আবদুল মান্নান মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবু বাসার মানিক,শাখারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এনামুল হক রুমি,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার,উপজেলা শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সদর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ইকরামুল কবির ডলার ও শাহিন ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী,আনোয়ার উর রেজা।