বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- মজনু

340

দুপচাচিয়া প্রতিনিধি

বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙতে চায় তাদের প্রতিহত করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির কোন স্থান নেই।

শেখ হাসিনার সরকার যেভাবে তৃণমুলে উন্নয়ন সাধিত করছেন, এই উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সকলকে মানার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যেও তৃণমুলেও নেতাকর্মীদের কাজ করতে হবে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড তবিবর রহমান তবি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, আবু সাঈদ ফকির, আলমগীর হোসেন, নাঈমুর রাজ্জাক তিতাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি আমিনুর রহমান, আবু জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, তথ্য ও গবেষা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, তালোড়া পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছার রহমান, চামরুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, গুনাহার ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, গুনাহার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী লিখন প্রমুখ।

সভায় প্রধান অতিথি আগামী ২৫ডিসেম্বর দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে অতিদ্রুত সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন, পৌরসভা ও সকল ওয়ার্ডের কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।।