গাবতলীতে নারী বান্ধব বাজার নিশ্চিত করণে আসিয়াব’র মতবিনিময়

213

মুহাম্মাদ আবু মুসা

গতকাল বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আসিয়াব এনজিও আয়োজিত স্থানীয় বাজারে নারী বান্ধব বাজার নিশ্চিত করণ অথবা মার্কেট কর্ণার স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান, মহিষাবান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, আসিয়াব এনজিও’র প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, আসিয়াবের শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, কার্নিস আক্তার, উদ্যোক্তা শিরিন আক্তার, নাইচ আক্তার, দোলনা বেগম, রুমা বেগম প্রমূখ।