ফেডারেশন কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসারের মেয়েরা

253

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত প্রথম নারী ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারের মেয়েরা ৩১-২৩ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের প্রথমার্ধে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ১৬-১৩ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের খাদিজা ৬টি গোল করেছেন। ফাইনালে সর্বোচ্চ ৭ গোল করেছেন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের খালেদা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের রুবিনা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা সমানতুরান। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন এবং রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল।

উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহসভাপতি মো. নুরুল ইসলাম, সদস্য মো. সেলিম মিয়া বাবু, পরিচালনা কমিটির সহকারী সম্পাদক কামরুন নাহার আজাদ স্বপ্না।