বগুড়ায় করোনায় আক্রান্ত ২৯,সুস্হ ২২

117

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনার ফলাফলে নতুন করে ২৯জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪দশমিক ৫০শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২৯জনের মধ্যে সদরের ২৬, আদমদিঘী ২ এবং বাকি একজন শাজাহানপুরের।

রোববার  দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান,  ৫ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনায় ২৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৪২জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ১৯৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৩৫জন।