বগুড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

213

স্টাফ রিপোর্টার

বগুড়ায় অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদর এলএসডি গোডাউনে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য কর্মকর্তা জানান, বগুড়ায় এবার ৫০ হাজার ২শ’ ৩২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৭ টাকা কেজি দরে ৪৮ হাজার ২শ’ ৪১ মেট্রিক টন সেদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯শ’ ৯১ মেট্রিক টন আতপ চাল। এছাড়া ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছে থেকে ১১ হাজার ৭শ’ ৯২ মেট্রিক টন ধানও সংগ্রহ করা হবে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।