ভুটান চাইলে তাদের সঙ্গে সব বন্দর উন্মুক্ত থাকবে: প্রধানমন্ত্রী

241

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ভুটান চাইলে তাদের সঙ্গে সব বন্দর উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বাংলাদেশ-ভুটান সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ কথা জানান। এতে ভুটানের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগরিমেন্ট (পিটিএ) চুক্তি সই করেন প্রধানমন্ত্রী।ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা এ চুক্তি করেন। এই প্রথম কোনও একটি দেশের সঙ্গে এ ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করলো সরকার। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ-ভুটানের সাথে ১০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া ভুটান পাবে ৩৪ পণ্যের শুল্কমুক্ত সুবিধা।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ। তিনি আরো বলেন, আঞ্চলিক সুদৃঢ় যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধির নতুন দুয়ার উন্মোচন করবে। করোনা পরবর্তী সময়ে টিকে থাকার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দরসহ সৈয়দপুর বিমান বন্দর ব্যবহার করতে পারে।।