শিবগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

252

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ রিক্সা শ্রমিক লীগ, ছাত্রলীগের আয়োজনে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শিবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে পৌর বাসষ্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা জেলা আওয়ামলী লীগ নেতা পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, যুগ্ম সম্পাদক হাবিবুল আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এমাদাদুল হক এমদাদ, রেজাউল করিম চঞ্চল, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর আলম, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল, মাসুদ মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক শামছুজ্জাহা শামীম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহসান হাবীব সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহেন শাহ মন্ডল, রিক্সা শ্রমিক লীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রনি প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার রাতের কোনো এক সময় ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাম হাতের অংশ বিশেষ ভেঙ্গে ফেলা হয়।