স্টাফ রিপোর্টার
মাস্ক না পরার অপরাধে বগুড়ায় ১২জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টা থেকে চলা এক অভিযান শহরের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজা। এসময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫/১(খ) ও ২৫(২) ও দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ৭ টি মামলায় ১২ জনকে দেড় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়