মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের ৩ ও ৪নং ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন

239

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের ৩ ও ৪নং ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৭ডিসেম্বর (সোমবার) বিকালে চালুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেলুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের সভাপতিত্ব করেন মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম ছামসুল হক। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাবিবুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদ আব্দুল মান্নান, রেজাউল করিম চঞ্চল, সদস্য আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যন রিজ্জাকুল ইসলাম রাজু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতাউর রহমান আতা, আব্দুল গফুর মন্ডল, মোজাহার হোসেন নাজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ কামাল তালুকদার প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে সকলের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট মাঝিহট্ট ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডের ২টি কমিটি ঘোষণা করা হয়। যার ৩নং ওয়ার্ডে সভাপতি মোঃ মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক শ্রী ধনেশ্বর চন্দ্র রায়। অপর দিকে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি মোঃ তছলিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আকন্দ চপল ।