শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আজিজুলকে দেখতে যান ও চিকিৎসার খবর নেন আ’লীগ নেতা আশরাফুল1 মিনিটে পড়ুন

135

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন শেষে পরাজিত গ্রুপের হামলার শিকার আওয়ামীলীগ নেতা আজিজুল হক কে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে দেখতে যান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য মশিউররহমান, যুবলীগ নেতা এম এম তৌহিদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি রেজাউল করিম ইজার, সাধরণ সম্পাদক আবুল কালাম, আওয়ামীলীক নেতা শাহীন, সুলতান, অব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা বাদশা, খায়রুল প্রমূখ।