বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বগুড়ায় মৎস্যজীবী লীগের বিক্ষোভ সমাবেশ

198

প্রেস বিজ্ঞপ্তি

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। সোমবার দুপুরে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব।সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনক।সংগঠনের জেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইছানুর, পবন সরকার, মাহফুজ, শাকিল মাহমুদ, সদস্য শোভন, রাফিউর, সুজন, রাসেল, দেলোয়ার, আকাশ, রিমন পাইকার প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার মাসে এই মৌলবাদীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। ভুল ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে উস্কানি দিচ্ছে। মৌলবাদীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি পাঁয়তারা করছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।বক্তারা আরো বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়া দেয়ার সকল পথ বন্ধ করা প্রয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও ষরযন্ত্রকারীদের বিষদাঁত শক্ত হাতে ভেঙে ফেলা হবে বলে নেতারা জানান। সেই সাথে এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।