বিয়ে করছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ

173

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ে করেছেন। এমন খবর গেল কয়েকদিন ধরেই উড়ে বেড়াচ্ছে শোবিজের বাতাসে। তবে এ নিয়ে অভিনেত্রী মুখ খোলেননি।

অবশেষে জানা গেল, সোমবার (৭ ডিসেম্বর) পারিবারিকভাবে বাগদানের পর্ব সম্পন্ন হয়েছে অপর্ণার। আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

গ্রামের বাড়ি চট্টগ্রামে বর ও কনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক শাফায়াত মুনসুর রানাসহ আরও অনেকেই।

জানা গেছে, অপর্ণা ঘোষের বরের নাম সত্যজিৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে পড়াশোনা করেছেন।

ইরফান সাজ্জাদ বলেন, আগামী ১০ ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ অভিনেত্রীর পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বিয়ে শেষে আসছে বছরের শুরুতে জমকালো আয়োজনে হবে রিসিপশনের অনুষ্ঠান। বর-কনের পরিবারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন শোবিজে অপর্ণার সহকর্মীরা।

প্রসঙ্গত, অভিনেত্রী অপর্ণা নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক -চলচ্চিত্রে। বেশকিছু আলোচিত নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন ‘সুতপার ঠিকানা’, ‘ভুবনমাঝি’ নামের আলোচিত সিনেমাগুলোতে।।