বগুড়ার ধুনটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

129

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

মুজিববর্ষে আমাদের অঙ্গিকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, তথ্যআপা আঞ্জুমান আরা সুফিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউল হক, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রোকাইয়া পারভীন, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজী বুলেট ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।