১৯৩ নমুনা পরীক্ষা

বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ৩৫, সুস্থ ১৬

214

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৩টি নমুনার ফলাফলে নতুন করে ৩৫জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৮দশমিক ১৩শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৩৫জনের মধ্যে সদরের ২৯, শেরপুর ৩, কাহালু ২ এবং সারিয়াকান্দি একজন।

মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান,  ৭ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনায় ৩৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৪টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৮৭জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ২২২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৫২জন।